বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

কানাইলাল জানা-র কবিতা

স্বপ্নের ভেতর বাইর


স্বপ্নে আমি ভাঙাচোরা রাস্তাঘাট সারাই,

জলভরো প্রকল্পে পুকুর কাটি, ক্ষ্যাপা ষাঁড় দেখে

যেমন কেউ ছুটে পালায় তেমনি পালাচ্ছে চাষের

মরসুম তাই ভাগ চাষির হয়ে ধানচারা রুয়ে দিই।

বাক্যবাগিশের মুখের বাক্য কেড়ে নিয়ে হাতে

ঝাঁটা ধরিয়ে দিয়ে বলিঃ 'আগে পরিবেশ ঠিক

রাখো।' তখনো সময় আছে হাতে তাই চুনামারা

জাল ফেলে ধরি পুঁটি মৌরালা, খাব ঢেঁড়স

কুমড়ো ফুল দিয়ে কষে টক...

#

স্বপ্নে গভীর সংকট কেটে কেটে বানাই পাহাড়ি ঝর্না।

দয়া দাক্ষিণ্যের হাতে লন্ঠন ধরিয়ে

উত্তেজনার কাছে বসাই পূর্ণচ্ছেদ। আর্তনাদ থেকে

বানাই অলীক সুখ। খুশি মনে বসি বটতলায়

একটু জিরিয়ে নেব আর তখনই প্রাচীন বৃক্ষটি

হাতে ধরিয়ে দেয় পাঁচ' বছরের গ্রামীণ ইতিহাস!

#

স্বপ্নের বাইরে এসে টের পাই পক্ষীরাজ ঘোড়া

সেজে আবার প্রলোভন দেখাচ্ছে করোনা

ভাইরাস! আমি কিন্তু বাহুবলীর শক্তি নিয়ে প্রস্তুত

গলা টিপে ধরব তার...

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন