শাহনাজ নাসরীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শাহনাজ নাসরীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

শাহনাজ নাসরীন-এর ঝুরোগল্প

ফুলস্কেপ কাগজের আদ্ধেক


তিনি টিটকারি দিয়া কহিলেনআমার বেশ সুবিধা। আমি নাকি মাঝেমধ্যে ভাব আসে আর লিখিয়া ফেলি ফুলস্ক্যাপ কাগজের অর্ধেক। উহাকে কবিতা বলা যায় না। ফলতঃ তিনি বিভিন্ন শিরোনামে ইয়ার্কি করিতে থাকেন।

 

কবিতা কেবলমাত্র কবির হাতেই আলগোছে হইয়া ওঠে। বীণা যেমন সকলে বাজাইতে পারে না কবিতাও তেমনি। সকলেই কবি নয় কেউ কেউ কবি। তাহাতে না দমিয়া ওইসকল ছাইপাঁশ কবিতারূপে পাঠ চলিতে থাকিলে প্রশংসাকারিগণ ‘চুতিয়া আর আমি  ‘ভালোবাসা ধন্য আবাল হৃদয়’ অভিধা লাভ করি।

 

ধারালো জিভের কষ রসের ন্যায় ঝরাইয়া  বলেনআমি  আমরা কখনো এই সিণ্ডিকেট কখনো সেই প্লাটফর্মে শোভিত হইতে থাকি। ক্ষমতাবান বাচ্চা  মুরুব্বি বুদ্ধিজীবীদের সম্মিলনে সদলবলে দশচক্রে ঘুরি তাহার পর মৌসুমি ফলের মতো দশচক্রের গাছে গাছে ঝুলিয়া পড়িয়া দেখি কোথাও শিকা ছিঁড়িলো কি-না।

 

ইহাতেও আমার আবালপনার গতি রুদ্ধ হয় না। বরং খ্যাতিমান কবিদের মতো তেমন তেমন হৃদয়গ্রাহী কবিতা লিখিতে পারি না জানিয়াও 'আমি কি ডড়াই সখী ভিখারি রাঘবেভাব লইয়া বীরবিক্রমে আবারও ঝটপট লিখিয়া ফেলি ফুলস্কেপ কাগজের বাকি আদ্ধেক।

 

সোমবার, ১ নভেম্বর, ২০২১

শাহনাজ নাসরীন-এর ঝুরোগল্প


বিষাদ আমাদের  যমজ

 আমাদের শহরে প্রতিদিন নতুন গল্প।  সকাল থেকে সন্ধ্যাবধি  টক অব দ্য টাউন  শহরকে মাতিয়ে রাখে  আর রাত যায় পরের দিন নতুন কী গল্পের জন্ম হবে সেই উত্তেজনায়  আজ মাদক বা খুন তো কাল ধর্ষণপড়শু হয়তোবা দাঙ্গা। এগুলোরও রকমফের আছে। প্রতিনিয়তই ঘটনাগুলো আরও উদ্ভবনামূলক আরও  লোমহর্ষক হয়ে উঠছেআমরা শিহরিত হইভাবি  কী করে সম্ভবতবু যেন হেলদোল নেই কেমন করে যেন ভুলে থাকিআমরা বিষাদাক্রান্ত হই নাকি হই না নাকি এতসব নির্মমতা দেখতে দেখতে পাথর হয়ে গেছিদুঃখবোধ করাও কি এখন ক্লিশে হয়ে গেছে?

বিষাদের রঙ ধূসর বা কালো কে বলে?

 ’এখানে নদীর রঙ মচকা ফুলের মতো লাল’ -পাহাড়ে যাওনদী বা সাগরসবুজ মাঠ বা ফসলের ক্ষেতে তাজা রক্তের মতো লাল দেখতে পাবে।  আমাদের কেবল ভাল্লাগে না ভাল্লাগে না… বিষাদ যমজের মতো আমাদের পাশে পাশে হাঁটে।  ছিনেজোঁকের মতো লেগে থাকেকামড়ে মারে। পালাতে চাইলে হ্যাঁচকা টানে ধরে রাখে।

এইসব টানাপোড়েনে হারিয়ে গেছে ডানার স্বপ্নশান্ত নীড়ের যুগল জীবন। বিস্মৃতির কফিনে সমাহিত হবার চেষ্টা করতে করতে গভীর রাতে আমরা পারস্পরিক ম্যাসেজ বিনিময় করি –

ঘুম আসে না

ঘুম আসে না