সোমবার, ১ নভেম্বর, ২০২১

শাহনাজ নাসরীন-এর ঝুরোগল্প


বিষাদ আমাদের  যমজ

 আমাদের শহরে প্রতিদিন নতুন গল্প।  সকাল থেকে সন্ধ্যাবধি  টক অব দ্য টাউন  শহরকে মাতিয়ে রাখে  আর রাত যায় পরের দিন নতুন কী গল্পের জন্ম হবে সেই উত্তেজনায়  আজ মাদক বা খুন তো কাল ধর্ষণপড়শু হয়তোবা দাঙ্গা। এগুলোরও রকমফের আছে। প্রতিনিয়তই ঘটনাগুলো আরও উদ্ভবনামূলক আরও  লোমহর্ষক হয়ে উঠছেআমরা শিহরিত হইভাবি  কী করে সম্ভবতবু যেন হেলদোল নেই কেমন করে যেন ভুলে থাকিআমরা বিষাদাক্রান্ত হই নাকি হই না নাকি এতসব নির্মমতা দেখতে দেখতে পাথর হয়ে গেছিদুঃখবোধ করাও কি এখন ক্লিশে হয়ে গেছে?

বিষাদের রঙ ধূসর বা কালো কে বলে?

 ’এখানে নদীর রঙ মচকা ফুলের মতো লাল’ -পাহাড়ে যাওনদী বা সাগরসবুজ মাঠ বা ফসলের ক্ষেতে তাজা রক্তের মতো লাল দেখতে পাবে।  আমাদের কেবল ভাল্লাগে না ভাল্লাগে না… বিষাদ যমজের মতো আমাদের পাশে পাশে হাঁটে।  ছিনেজোঁকের মতো লেগে থাকেকামড়ে মারে। পালাতে চাইলে হ্যাঁচকা টানে ধরে রাখে।

এইসব টানাপোড়েনে হারিয়ে গেছে ডানার স্বপ্নশান্ত নীড়ের যুগল জীবন। বিস্মৃতির কফিনে সমাহিত হবার চেষ্টা করতে করতে গভীর রাতে আমরা পারস্পরিক ম্যাসেজ বিনিময় করি –

ঘুম আসে না

ঘুম আসে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন