রিতা মিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিতা মিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ জুন, ২০২৩

রিতা মিত্র-এর কবিতা

সমুদ্র শরীর

শরীর তো নয় যেন আস্ত একটা সমুদ্র
হৃদয়ের উপর আছড়ে পড়ছে অগুণতি ঢেউ
মনের খাদে জমে উঠেছে মরা সম্পর্কের শ্যাওলা
শরীর ঘিরে রেখেছিল যে আত্মজন ফেলে রেখে গেছে সকল আঁশ গন্ধ
তুমুল ঘূর্ণিতে দিশেহারা হয়ে মনপতাকা
দিকভ্রান্ত ,এখনও মেলে বিস্বত্ব ডুবুরি

এত যে মায়াজালের নির্মাণ চারিদিকে
গভীর দৃষ্টিপাতে দেখা মেলে
আবরণের আড়ালে লুকিয়ে রাখা ছলনার অষ্টবাহু
যন্ত্রনার ছোবল দিতে তারা সিদ্ধহস্ত। 

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

রিতা মিত্র-এর কবিতা


অনুসঙ্গ

বিকেলের চৌকাঠে অনুশোচনার চিঠি

সৈকত ছুঁয়ে ফিরে যাচ্ছে ঢেউ

গাঙচিলের ঠোঁটে চুলচেরা বিচারের অনুসঙ্গ

জলের শরীরে খাবি খায় আকাশের নীল

উড়ান শব্দটির সঙ্গে জন্মান্তরে সম্পর্ক পাখির ডানার

গুড়ো গুড়ো অভিমান পালকের ডগায়।