শরীর তো নয় যেন আস্ত একটা সমুদ্র
হৃদয়ের উপর আছড়ে পড়ছে অগুণতি ঢেউ
মনের খাদে জমে উঠেছে মরা সম্পর্কের শ্যাওলা
শরীর ঘিরে রেখেছিল যে আত্মজন ফেলে রেখে গেছে সকল আঁশ গন্ধ
তুমুল ঘূর্ণিতে দিশেহারা হয়ে মনপতাকা
দিকভ্রান্ত ,এখনও মেলে বিস্বত্ব ডুবুরি
এত যে মায়াজালের নির্মাণ চারিদিকে
গভীর দৃষ্টিপাতে দেখা মেলে
আবরণের আড়ালে লুকিয়ে রাখা ছলনার অষ্টবাহু
যন্ত্রনার ছোবল দিতে তারা সিদ্ধহস্ত।
খুব ভালো লাগল।
উত্তরমুছুনখুব ভালো লাগল।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন