চক্র ঘোরে সমগ্র রাত্রিতে,
যখন জলকে থামাতে গিয়ে
তুমি দেখো তোমার হাত বরফ,
অথচ কিছুক্ষণ আগেই তাপমাত্রা
স্বাভাবিক ছিল, কোনো কম্পন ছিল না।
চাদরে ঢাকা এক নিমিত্ত, কিন্তু পাঁজরে
ভেঙে গেল তাসের ঘর, কাকে দায়ী করবে?
পায়ের তলায় তখনও ফুটে আছে নক্ষত্র,
যারা তোমাকে সতর্কবাণী দিতে আসার
আগেই মরে গেছে তিলে তিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন