জাফর সাদেক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাফর সাদেক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ অক্টোবর, ২০২২

জাফর সাদেক-এর কবিতা

জলকাব্য 

হাওরের অতিথি পাখিরা জানে
তারা ফিরে যাবে আপন আবাসে-- এটা স্বপ্ন নয়
তাদের পালকে থাকবে ঢেউ-তরি মল
এমন জলকাব্য স্মৃতি নিয়ে কাটবে কিছুকাল

মায়া বড়ো হননপ্রবণ-- যদি তাই না হয়
তবে কালেম পাখির রঙিন ঠোঁটের বিকেল
সন্ধে হতে হতে মৃত্যুর বিষে ঢলে পড়ে কতবার

সব নুড়ি পাথরের কাছে শুনতে চাই
সমষ্টির চিৎকার
যেভাবে ঝরনার জল নুড়ির দেহে গড়িয়ে পায়
শূন্যতার সুখ

আমাকে ভাসিয়ে ওই জল কোলাহল যেতে যেতে জানে
চলে যাওয়া একবারই -- ফিরবে না উৎসে
 

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

জাফর সাদেক-এর কবিতা

মাড়াই কলে যেতে

জলপাই গাছের নিচে দাঁড়ালে
অলৌকিক কোনও স্বর্গীয় ঙ্গী কথা মনে পড়তে পারে
নন্দিতার গোপন আলিঙ্গন স্বর্গ ভাবলেবুঝতে পারি
-গাছ কেবল মনে করিয়ে দেয় শীতকাল
তবুও জলপাই গাছে উড়ে আসে বর্ষার ঋতুমতী মেঘ

এক রূপময় সূর্যমুখী খেতের পাশেই
হাত-ছোঁয়া দূরে ভুট্টার সবুজ খেত
সূর্যে চেয়ে গোপন স্থান থেকে বেরিয়ে ভুট্টা দীর্ঘ হচ্ছে
বংশগতি আর পুড়ে-খুঁড়ে খাদ্য হবার লক্ষ্যে

বুকে শূন্যতা নিয়ে সূর্যমুখী মাড়াই কলে যেতে যেতে
পাশের খেতের এক যুবক ভুট্টাকে বলেদেখ
সময়  সুযোগ আসে খুব গোপনে-- দুএকবার

 

রবিবার, ১ মে, ২০২২

জাফর সাদেক-এর কবিতা

বিস্মৃতি

আমি সকল সময়ে দুইযুগ পিছিয়ে থাকা মানুষ
যখন যা হওয়ার কথা-- সেটা ঘটে যুগ যুগ পর
আমি তখন মেঘের ক্ষতে হাতুড়ে কবিরাজ

সাঙ্গুর পেলব নাভির আশ্রমে ছিলো উদ্দাম সাঁতার
নদীতীরে দাঁড়িয়ে ছিলো চাকুমা যুবতীর সঙ্গম
ধরি নি হাতনিতে পারতাম তার কুঁড়েঘরে ঘরামির কাজ
অথচ আমি দুইযুগ আগে রোপিত একা এক দারুগাছ

যখন যা পাওয়ার কথা ছিলো-- সেটা আসে
বর্তমান খুঁজে ভবিষ্যৎ চিত্রে
আমি যে সকল সময়ে অতীত থেকে ভবিষ্যৎ খোঁজা মানুষ

যেমন তোমার নোলকের গল্পটা নিয়েগিয়েছিলাম
আমারই মতো এক স্বর্ণকারের কাছেবলেছিলাম
এটা আরও বহু নকশায় উপন্যাসের দিকে নিয়ে যাও