শনিবার, ১ অক্টোবর, ২০২২

জাফর সাদেক-এর কবিতা

জলকাব্য 

হাওরের অতিথি পাখিরা জানে
তারা ফিরে যাবে আপন আবাসে-- এটা স্বপ্ন নয়
তাদের পালকে থাকবে ঢেউ-তরি মল
এমন জলকাব্য স্মৃতি নিয়ে কাটবে কিছুকাল

মায়া বড়ো হননপ্রবণ-- যদি তাই না হয়
তবে কালেম পাখির রঙিন ঠোঁটের বিকেল
সন্ধে হতে হতে মৃত্যুর বিষে ঢলে পড়ে কতবার

সব নুড়ি পাথরের কাছে শুনতে চাই
সমষ্টির চিৎকার
যেভাবে ঝরনার জল নুড়ির দেহে গড়িয়ে পায়
শূন্যতার সুখ

আমাকে ভাসিয়ে ওই জল কোলাহল যেতে যেতে জানে
চলে যাওয়া একবারই -- ফিরবে না উৎসে
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন