শনিবার, ১ অক্টোবর, ২০২২

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

পৃথিবীর শেষ গ্রাম

                            

অন্ধ বাতিঘরে জ্বলে দূরত্বের আলো

স্বপ্নবিক্রেতার ব্যর্থ শৈশবের দ্বীপে                          

সম্ভাব্য হত্যার খোঁজে ফুরালো সময়

অপেক্ষার ঢেউ আস্তে আস্তে ভাঙছে বুকের বাঁধ

পৃথিবীর শেষ গ্রামে সমুদ্রের গুল্মে                 

ঢাকা বিরামের এই খেলার প্রাঙ্গণ

জাহাজের স্মৃতিচোখ দেখেছিল এগিয়ে আসতে     

দিগন্তের পরিশ্রান্ত শিকারী পাখিকে             

এক গোধূলিশবের গলিত সোনায়             

ঢাকা আকাশের খোলা প্রবেশ পথের প্রজ্ঞানীড়ে

 

 

1 টি মন্তব্য: