মৃত্যু প্রাকৃতিক, মৃত্যুও দেখি প্রতিদিন
চোখে অশ্রু ঝরে, মস্তক নতজানু
সে-মৃত্যু অপূর্ব, তাতে থাকে শ্রদ্ধা
এ-মৃত্যু সে-মৃ্ত্যু নয়, নারকীয় হত্যা
পশু ও নিষ্ঠুরের যৌথ সহবাস
প্রতিহিংসার আগুন,স্বার্থান্বেষীর জিঘাংসা
কিশোরীর কচি যৌবন,
সব কিছু ছিন্নভিন্ন , নামও যায় হারিয়ে
তিলোত্তমা অথবা অভয়া যে নামেই ডাকো
চারিদিকে জেগে ওঠে প্রতিবাদ ধ্বনি
চাই বিচার -- উই ওয়ান্ট জাস্টিস,,,
একগুচ্ছ জোরালো প্রতিবাদের ঝড়
কাঁপিয়ে তোলে গ্রাম থেকে শহর
এ-মৃত্যু, সে-মৃত্যু নয় এক জ্বলন্ত অঙ্গার
বইছে ঝড়, আগুন ঝড়, প্রতিবাদের কন্ঠস্বর
ঝড়ও থেমে যাবে, অন্ধকার রাত্রিকে ঢাকবে
রাজপথ, ফুটপাত জন-শূন্য হবে
অপশক্তির বুলেটের দাপটে --
তবু, প্রতিবাদের যে আগুন ঝটকায়
তা যে তিলোত্তমার রক্তমাখা কন্ঠধ্বনি
ধ্বংস হোক অশুভ শক্তি আগমনীর আগমনে ।
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
নাসির ওয়াদেন-এর কবিতা
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
নাসির ওয়াদেন-এর কবিতা
সঠিক জন্মদিন কোনদিন জানি না
তবুও জন্মদিন আসে ভোরের বাতাসে
বাবা বলেছিল,ধর্, এই দিনই জন্মদিন
একটু পায়েস রেঁধে খাওয়ানোর উচ্ছ্বাসে
ডিম বিক্রির জমানো টাকায় একটা জামা
সার্টিনের গায়ে চড়িয়ে মা বলে,হও দীর্ঘজীবী
বেলুন নেই,আজব কেক নেই কাটাকুটি নেই
দিব্যি পেরিয়ে গেছে চৌষট্টি, এখন কত হাবিজাবি
জন্মদিনে জন্মদিন আসে,চলেও যায় স্মৃতি নিয়ে
ভাবছি কি প্রতি সনে একটা বছর মরছে এ-নিয়ে?
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
নাসির ওয়াদেন-এর কবিতা
জীবন আর মৃত্যুর মাঝে ক্ষুধার দূরত্ব লম্বতর
শূন্যতার রাতদিন নিয়েই ঝগড়া করছি
কিন্তু অবিবেচক স্নায়ুগুলিকে শ্লথ করছি কি?
আগুন-পোড়া মন নিয়ে কি সাগর বাঁধা যায়
নির্জনতার ভূমি-চরে প্রতিনিয়ত খেলা করে বিদ্বেষ
আগুন আর জলের মধ্যে একটা চিরন্তনী সম্পর্ক
যা উভয়েই পরস্পর কাছে থাকতে চায়
কেননা, মস্তিষ্কের বিমূঢ়ূতা কখনও বিলাপ গায় না।
শুক্রবার, ২ জুন, ২০২৩
নাসির ওয়াদেন-এর কবিতা
নিস্তরঙ্গ দুপুর, কানাকানি করে রোদ
ঝলকে ঝলকে ঝরে রবীন্দ্র সংগীত
আকাশ গলা তুলে সুর গায়
মেলায় গলা পাখিকুল, বাতাসও
আম্রিকা ডাল শোনে মৌমাছি মৃদু গুঞ্জন
বিগলিত কান শোনে
রবীন্দ্র ভজনা, রাবীন্দ্রিক বন্দনা...
না, অপরাহ্ন থাকে না চেয়ে আর
অমলিন প্রভাতের অপরূপ রঙে
দুর্বার আকাঙ্ক্ষা ---
এক অস্পষ্ট আঁধার কেটে নতুন ভোর আসে
খণ্ডে খণ্ডে দেখি নতুনের নব বার্তা,
কতদিন আগে হারিয়েছি সে সুধা সুর
মনের বিকেলে বাঁধা সনাতনী দিঘিঘাট,
একান্তে কথা হলেই জেগে ওঠে ভোর
অপরূপ অন্ধকারে ভাঙে নির্মল রাত
নতুন আলোকে
পঁচিশে বৈশাখের জনম জনম বিশ্বাস
এক মুহূর্তে কোল বুক আলো করে
আঁধার পালিয়ে বাঁচে, আলোর সমুদ্র--
পলাশ রাঙা-বন, শিমুল ঝরা আলপথ,
অলক্তিকা হেসে ওঠে দুরন্ত এক্সপ্রেস
সৃজনে সৃজনে ভরে ওঠে শান্তিনিকেতন
নিভবে না ততদিন এই আলোছায়া
আয়ু আছে যতদিন এ পৃথিবীর
দিনে দিনে কাঙাল হয়ে যাচ্ছে পৃথিবী আমার
কাঙালিনী মনে জাগে শুধুই পঁচিশে বৈশাখ