জীবন আর মৃত্যুর মাঝে ক্ষুধার দূরত্ব লম্বতর
শূন্যতার রাতদিন নিয়েই ঝগড়া করছি
কিন্তু অবিবেচক স্নায়ুগুলিকে শ্লথ করছি কি?
আগুন-পোড়া মন নিয়ে কি সাগর বাঁধা যায়
নির্জনতার ভূমি-চরে প্রতিনিয়ত খেলা করে বিদ্বেষ
আগুন আর জলের মধ্যে একটা চিরন্তনী সম্পর্ক
যা উভয়েই পরস্পর কাছে থাকতে চায়
কেননা, মস্তিষ্কের বিমূঢ়ূতা কখনও বিলাপ গায় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন