সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শান্তনু ভট্টাচার্য-র কবিতা

রং ক্যালকুলেশন

মানি স্কয়ারের মাথার ওপর থেকে নেমে আসা আলো 
মাথা কুটছে অ্যাপোলো গ্লেনিগেলসের মর্গের দরজায়। 

কাদাপাড়া থেকে বেরিয়ে আসা রামনবমীর যাত্রা হ্যালুসিনেশন করতে করতে 
মিলিয়ে যাচ্ছে আজানের টেলড্রপে।

এদিক ওদিকে যারা নিজেদের বিদ্যজন বলে মনে করে-
তারা ভেবেছিল সাদা পতাকার নাড়লেই পায়রা হওয়া যায়।
এখন তাদের পেটে প্রচন্ড ব‍্যথা। গা বমি বমি ভাব।

বারবার মন্ত্রী এগিয়ে দিলেও –––

আড়াই চালে ভেস্তে দিচ্ছে ঘোড়া।

টি টোয়েন্টি এখন গড়িয়ে যাবে পাঁচদিনে... 
অথচ রেডিও থেকে  রেসের মাঠ
সব জকিরাই প্রাণপন ছুটছে

ছোটবেলায় পোষা মুনিয়া পাখিটা খাচার ভেতর 
নিশ্চুপ  মরে পড়েছিল কী বিস্ময়কর  সুখে 
শরীরের ভেতরে শুরু হওয়া 
হরমোনাল ইমব‍্যালেন্সে ভর করে
আমি তার কাছেই আজ ফিরে চললাম...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন