সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শিশির আজম-এর কবিতা

সিসিলির মাছি

গত সন্ধেয় এই ফিরোজা রঙের মাছিটা সিসিলি থেকে এসেছে
সারা গ্রাম ঘুরেছে
ইতোমধ্যে ও দুজন বয়ফ্রেন্ড যোগাড় করে ফেলেছে
আর খুশি থাকছে
দুজনার ভিতর ও কি কাউকে ভালোবাসছে
ও কি তাকে বিয়ে করবে
আচ্ছা সিসিলি দেশটা কোথায়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন