মাকে জড়িয়ে আহ্লাদ
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
মাকে জড়িয়ে আহ্লাদ
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
চৈত্র, ১৪৩০
ঈ-কারের মতো জেগে উঠছে পৃথিবী
এইমাত্র ভোর হল
পাখপাখালির নড়াচড়া, কাছেপিঠে দু-একজন মানুষ,
তাদের অস্পষ্ট কথাবার্তা, চলাফেরা
ভেসে আসছে কানে
প্রহর সংকেত করে উড়ে যাচ্ছে কাক
আলো -আঁধারির ঘেরাটোপে
সবকিছু মায়াবী, অচেনা।
বিকেল শেষে আর এক বিকেলে ছায়া রোদ
আমার চলা ছায়ার থেকে আর এক ছায়ায়
বুকের ভিতর গুমড়ে হাওয়ায় ভাসে সে কোন সুর -------
আমার যে গান আজও হয়নি গাওয়া...
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
শ্যামালকান্তি মজুমদার-এর কবিতা
শুক্রবার, ২ জুন, ২০২৩
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
রবিবার, ১৯ মার্চ, ২০২৩
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
শনিবার, ১ অক্টোবর, ২০২২
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
বুধবার, ১ জুন, ২০২২
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
সুখে-দুঃখে বোনা অভিমান
কথা বলতেই এসে ছিলাম
ফিরে যাচ্ছি মৌন স্বপ্নে
মেঘ কল্পনাবিলাসী
শিরিষের উঁচু আকাশে
লুকোচুরি সারাদিন
সুখে-দুঃখে বোনা
তোমাদের কাছে রেখে গেলাম অভিমান।
বিকেলের সূর্য ডুব দিয়েছে জলে
ফিরে যাচ্ছি মূক জ্যোৎস্নায়।
শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
অশ্বত্থ
ডালে
ডুকরে উঠছে
থেকে থেকেই পাতা
অশ্বত্থ ডালে
কান্না কি তার
তেমন,
চোখের জলে ধরা
বুক ভেজানো
মুচড়ে ওঠা
ব্যথায়?
ঠোঁটের অবাধ্যতায়।
মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা
বিপন্নতা বিষয়ক
১
পড়ে আছি অঘ্রাণের বেলা। জড়ানো সুতোর
মধ্যে অসম্ভব গিট। এক একদিন সকালের
ফর্সা মুখ। নীরাভা, তোমাকে। কতটা দূরত্ব
ঠিক, কিমি কিংবা গজ? অভিমান হত।
২
এড়ানো যায় না। আঁশটে গন্ধের মত অন্ধকার।
রুগ্ণ ক্যালেন্ডারে শুভদিন। বরাদ্দ মাছের পাতে
বিড়াল চাহনি। আঁচল সরানো চকিত নগ্নতা।
কথার পৃষ্ঠায় কাটাকুটি। ভুল বানানের মধ্যে
অসতর্ক উঁকি।
৩
নিজেকে ভেঙেছি। টুকরো টুকরো কাচ
ছড়ানো উঠোনে। অক্ষরে অক্ষরে ফণা।
ভিজে ওঠে প্রান্তবেলা। নির্মিত নিরালা
থেকে কেন্দ্রবিন্দু সুদূরে লুকোনো।
৪
চেনা যায় না। মুখের উল্কিতে ভাঙা রঙ।
টেরাকোটা স্বভাবের। চোখের সংলাপে ধরলে
মনের আলোপে বহুদূর। হাসিতে কত্থক যদি
কান্নায় ভরতনাট্যম। তবু ডাকি। কাছাকাছি
আবেগে জড়াই। কিছুটা আলোয় ভাসি
অযুত যোজন অন্ধকারে।
৫
ছোবলের দাগ দেখি বাঁধানো চাতালে।
রক্ত মুছে নেওয়া জলছবি। চোখে চোখ
রাখলে ইতস্তত পাপ।