মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা

বিকল্প 
এক 

আজ অনেক্ষণ এইভাবে বসে আছি।
কী ভাবছি ---- বলতে পারবো না।
এইমাত্র মানাইয়ের চলভাষ। কুলুমানালির 
হাসি বেজে উঠলো দেয়ালে আড়ালে।

মাইকে ব্যান্ডগান বাজছে। জানলা 
দিয়ে হাত বাড়ালেই স্থলপদ্ম। বৈদ্যুতিক 
তার ছেড়ে উড়ে যাচ্ছে দুটো একটা 
চড়ুই শালিখ।


দুই 

শালপাতা বিশাল বৃষ্টির মধ্যে 
শুয়ে আছে। হয়তো উড়ে যাবে 
অদ্ভুত স্বভাবে! ভাবনায় উঠে আসে 
উজ্জ্বল শীকর। কখন কীভাবে ভাষা।
স্বীকারোক্তি। আলোকিত ভিতর 
বাহির।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন