সুরভী চ্যাটার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুরভী চ্যাটার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সুরভী চ্যাটার্জী-র কবিতা

জীবনের পাংশু গলিপথে

আমি নিষিদ্ধ হয়েছিলাম

জীবনের পাংশু গলিপথে

যেখানে আজও ফেরা হয়নি আমার…


বাফতা জড়ানো এক কুহোরমূর্তি

কড়া নেড়ে যায় আগাগোড়া

আর প্রাপ্তবয়স্ক মেয়ের মতো আমি 

আগল ফেলি প্রাবাসিক ভঙ্গিমায়…


শরীরী ডালপালা জড়ো করে 

মধ্যমিকা একটি বৃক্ষ

গিলে নিচ্ছে তাকে অন্ধকারের সবক'টি চোখ

আর আমি উপকন্ঠীয় তটে পরিশ্রমই একটি সনেটের উন্নত বিশ্লেষণে…

কিছু পালক যেমন হয় আরকি হাওয়ার গৃহগত… 

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : সুরভী চ্যাটার্জী

কোটালের চাঁদ

বহু জিজ্ঞাসার অংশীদারি মেঘ
কোটালের চাঁদ
বৃষ্টিতে এখনো নজরবন্দি ঝুমরি তলাইয়ার শহর
আর রাস্তাটা ঘুরে ঘুরে খুব ক্লান্ত বিপুল নিঃসঙ্গতার।

ঘুমিয়ে আছে বাগানওয়ালা গোলাপ সমুদ্র ​সজ্জায়
জনদরদী হাওয়া হাত বাড়িয়ে সরাতে পারেনি কিছুই।

আকাশের দু'চোখ কেঁদে কেঁদে ক্লান্ত তবুও থামেনি
সত্যি সত্যি জলোচ্ছ্বাসের প্রেমগুলোতে চুমুক দিয়ে
বিপদবার্তায় জ্ঞান হারিয়েছিলি রাতের মেয়ে
মাটির একাকীত্ব
আর যথেষ্ট ছিল সেসব বিদ্রোহ যা আমরা নষ্ট করে ফেলেছি।