মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : সুরভী চ্যাটার্জী

কোটালের চাঁদ

বহু জিজ্ঞাসার অংশীদারি মেঘ
কোটালের চাঁদ
বৃষ্টিতে এখনো নজরবন্দি ঝুমরি তলাইয়ার শহর
আর রাস্তাটা ঘুরে ঘুরে খুব ক্লান্ত বিপুল নিঃসঙ্গতার।

ঘুমিয়ে আছে বাগানওয়ালা গোলাপ সমুদ্র ​সজ্জায়
জনদরদী হাওয়া হাত বাড়িয়ে সরাতে পারেনি কিছুই।

আকাশের দু'চোখ কেঁদে কেঁদে ক্লান্ত তবুও থামেনি
সত্যি সত্যি জলোচ্ছ্বাসের প্রেমগুলোতে চুমুক দিয়ে
বিপদবার্তায় জ্ঞান হারিয়েছিলি রাতের মেয়ে
মাটির একাকীত্ব
আর যথেষ্ট ছিল সেসব বিদ্রোহ যা আমরা নষ্ট করে ফেলেছি।

 

২টি মন্তব্য: