শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
মারুফ আহমেদ নয়ন-এর কবিতা
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
মারুফ আহমেদ নয়ন-এর কবিতা
রবিবার, ১ মে, ২০২২
মারুফ আহমেদ নয়ন-এর কবিতা
অগ্নিপাখির জীবনী
শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
মারুফ আহমেদ নয়ন-এর কবিতা
স্বপ্নের ভেতর রাজহাঁস
তোমাকে বর্ণনা করতে পারেনি আমার কবিতা। তুমি সৌন্দর্যের দেবী, আমার অন্ধত্ব দূর করো।তোমাকে ভালবাসার শর্তে দু-কাঁধে পাহাড় বহন করছি।সন্দেহ পোষণ করো না, শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়েছে মরণ ব্যাধি।দাঁড়িয়ে রয়েছি, মনে হচ্ছে ঘুমিয়ে ছিলাম গুহায়, তুমি কি পাঠিয়েছিলে ঝুড়ি ভরা ফলমূল, কৃতজ্ঞতা জেনো।
আমার সমস্ত শব্দ জুড়ে তুমি।যেনো হন্তারকের স্মৃতির ভেতরে হেঁটে বেড়াচ্ছে একটা রাজহংসী, এইসব গানের পাশে সন্ধ্যা নেমে এলে তোমার শরীরের সমান দূরত্বে পাখিদের বিরহ সংগীত । ছিলাম মেষের রাখাল, কেনো পড়ালে স্বর্ণের মুকুট।
এখন ভূতগ্রস্ত হয়ে পড়েছি। পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্নহত্যা করতে ইচ্ছে হয়।ধুতুরার বীজ ও ফুলে কেনো তোমাকে চাই। গাছের ছাল-বাকল ও পশু চামড়ায় লিখে রাখি, আমার মৃত্যুর জন্যে একমাত্র তুমি দায়ী, প্রিয় বিষের খঞ্জর।
শনিবার, ১ মে, ২০২১
মারুফ আহমেদ নয়ন-এর কবিতা
বাতাসে শঙ্খের নিনাদ
তুমি নেই। দিঘিতে রাজহংসীরা সাঁতার কাটছে। মাথার উপর দুপুরের খাঁ খাঁ রোদ, বাতাসে শঙ্খের নিনাদ। তোমার কাছে যাবো, অথচ প্রতিটি প্রতিশ্রুতি মিথ্যা হয়ে গেছে। পথ ভরে গেছে ভাঁট ফুলে।
আমি পেরুতে গিয়ে কাঁটার ঝোপে পা দিয়ে ফেলেছি। তারপর থেকে শুয়ে আছি। আলস্যে, উঠে দাঁড়াতে ইচ্ছে করছে না, ঢলে পড়ছি ছত্রিশ হাজার ফুট নিচে, সমুদ্রের তলপেটে। তুমি কি আমাকে ভালবাসবে ! দেখো, মস্তিষ্ক থেকে জোনাকি পোকারা বেরিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। ফলে আমাকে একটা টিয়া পাখির সন্ধান করতে হবে, তাকে শিখাতে হবে বুলি। জানোই তো, একমাত্র পাখিরা জানে, কোন লতা-পাতায়, ফুলে-ফলে লুকানো আছে, হাজার বছর আয়ু।
সোমবার, ১ মার্চ, ২০২১
মারুফ আহমেদ নয়ন-এর কবিতা
তুমি প্রসন্ন হও
একটা মানুষ জন্ম পেয়ে তোমাকে ভালবাসলাম। তুমি আমার থেকে শত শত আলোকবর্ষ দূরে। তোমার কন্ঠস্বর চার্চের ঘন্টার মতো, দুলতে থাকে। একটা লাশবাহী এম্বুলেন্স তোমার দিকে যেতে গিয়ে শূন্যে মিলিয়ে যায়। তুমি স্বীকার করো।
উপহার স্বরূপ একটা গোলাপের পাহাড় মাথায় করে নিয়ে আসছি। তোমাকে নিয়ে পাখিদের অভিযোগ, ফুলেদের তীব্র অভিমান, এবার তুমি অভিশপ্ত হবে। একটা সিংহ কেশর ফুলিয়ে হেঁটে আসছে আমার দিকে। তুমি তাকে নিষেধ করো, তার অন্ধ ছানারা পথ ভুলে যাচ্ছে।
আমি যেন মুহূর্তে তাদের খাদ্য হতে পারি। তুমি আমাকে কথা দাও, এই পৃথিবীর আশ্চর্য খাদ্য শৃঙ্খল ভেঙে তুমি কখনো আমাকে ভক্ষণ করতে চাইবে না।
সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
মারুফ আহমেদ নয়ন
গোপন গানের এস্রাজ
আগুন নিয়ে খেলতে গিয়ে পুড়ে গেলো শরীর। কাফনে মুড়িয়ে দাও আমার এ দেহখানি, আমি যাত্রা করি শূন্যে। স্কারলেট ম্যাকাও পাখিটির
সেই জাদুকরি
গানে আমাকে পুনরায় মুগ্ধ করো। যেন তোমার নামে উপকূলে নামছে সন্ধ্যা, আমি লাশকাটা ঘরে ডোমদের সাথে মৃতদেহ বিষয়ক
আলোচনা করছি।
মাথার উপরে মাছিরা উড়ছে।
স্মৃতিতে যতদূরে যাচ্ছি, কেবল তোমার নামে ঝরছে পাতারা, তোমার বিরহে ফুলেরাও কেমন মলিন, ঝুঁকে আছে মাটির দিকে। তোমাকে
সবকিছু উজাড় করে
ভালবাসতে গিয়ে দেখি, ক্রমশ ফতুর হয়ে যাচ্ছি। হাত বদলে তুমি অপরের হয়ে উঠছো, তোমার রূপে ফেটে পড়ছে হীরের খনি।
আমি পর্বতের ভাষা অনুবাদ করতে গিয়ে, প্রাণীদের ভাষা বুঝতে শিখিনি। পুড়ে যাওয়া বন্দর, আর ধ্বংস স্তুপের কালো ধোঁয়ার কুন্ডলী
নিয়ে কতদূরে যাচ্ছি।
তোমার ঘরের অন্ধকার ও বাচ্চাকে স্তন্যপানের মতো গোপনীয়তা। তুমি কি আমার হারিয়ে ফেলা স্মৃতি, গোপন গানের এস্রাজ।