বাতাসে শঙ্খের নিনাদ
তুমি নেই। দিঘিতে রাজহংসীরা সাঁতার কাটছে। মাথার উপর দুপুরের খাঁ খাঁ রোদ, বাতাসে শঙ্খের নিনাদ। তোমার কাছে যাবো, অথচ প্রতিটি প্রতিশ্রুতি মিথ্যা হয়ে গেছে। পথ ভরে গেছে ভাঁট ফুলে।
আমি পেরুতে গিয়ে কাঁটার ঝোপে পা দিয়ে ফেলেছি। তারপর থেকে শুয়ে আছি। আলস্যে, উঠে দাঁড়াতে ইচ্ছে করছে না, ঢলে পড়ছি ছত্রিশ হাজার ফুট নিচে, সমুদ্রের তলপেটে। তুমি কি আমাকে ভালবাসবে ! দেখো, মস্তিষ্ক থেকে জোনাকি পোকারা বেরিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। ফলে আমাকে একটা টিয়া পাখির সন্ধান করতে হবে, তাকে শিখাতে হবে বুলি। জানোই তো, একমাত্র পাখিরা জানে, কোন লতা-পাতায়, ফুলে-ফলে লুকানো আছে, হাজার বছর আয়ু।
অসাধারণ, কবি।
উত্তরমুছুন