সন্তর্পণ ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সন্তর্পণ ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

রাত্রে আকাশ ছোঁয় যে 

রাত্রিঅন্ধ পান্থ আসে
ভোরের আলোয় নিদ্রা যাবে শৈত্য সবিস্ময়ে
এমনতর সম্ভাবনায় রাত্রি হলো পার
মৃতদেহের ঘাটাতে আজ নৌকো ভিড়ে কার 

আমি জল পেরিয়ে আসছি ধীরে
তোমার নিকট কবর খোঁড়ার অস্ত্র আছে নাকি 
রক্তচোষা জিভ পেয়েছি, এবার তবে অবাক নদীর তীরে
প্রাচীন হৃদয় চোষ্য হবে, এবং ধমনী

ছুরির তখন কান্না আসে রক্ততলে জরাকৃতি কামকাম্যকারী
মেঘের পাঁজর ছুঁয়েছে সে অসম বিন্যাসে
বজ্রদাহ হঠাৎ হলে নব্যতর মাধুকরী অস্ত্র নিয়ে আসে
আমি এখন শিকার তবে, অপমৃত্যুধারী

শব্দ যদি ক্ষীণ হলো দিনদুপুরে বিলের ধারে প্রাণের তরী কে
নিদ্রাহতা সালঙ্কারে শুয়ে র'ল অন্ধকারে আদিম কবরে।


 

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

ব্যবহৃত মানুষেরা 

তুমি রণমুগ্ধ, ব্যসন বিলাসি 
তার সাথে চতুরচামারি
তার সাথে কাব্যকল্পে হৃদয়ের খোলা পন্থে এসে
প্রতারণা করো দীর্ঘদিন 

কারা আসে বৃষ্টিগন্ধি আকাশ পেরিয়ে
বাতাসের ফিসফিসে গালগল্প নিয়ে
অথবা রাতের শেষে
কোনো এক সময়ের শেষ চিহ্ন দেখে 
তোমার পড়ন্ত শ্বাস দু'মুহুর্ত বাকি

আমি সমুদ্র পেরিয়ে যাই
নদী নালা খালের মহিমা
কবেকার অবধূত সরীসৃপ এসে
ছুঁয়ে গেছে মস্তিষ্কের বিপন্ন বেদনা।

 

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

পরবাস, অতিথি, কাণ্ডজ্ঞান 

অতিদূরদেশে, কিংবা অতিপরবাসে
কারা থাকে? কে হাঁকে? কে হাঁটে
রাত্তিরে ধারালো এক ছুরির উপর

কোজাগরি আলো নিভে গেছে
নিঃশব্দ শিশির ভাঙে,
কৌশলে কে হেঁটে যায়
প্রাণ ও প্রাণী নাকি, কিংবা
কেউ কেউ জনন বিহীন

তাহাদের আর্তস্বর অতিরিক্ত মিহি হয়ে
ফিরে আসে আমাদের দুয়ার অবধি
আমরা শুনছি কি? কি দুঃখ এসে যায়?
প্রাণীদের গ্লানি সব যদি মিশে চৈত্র হাওয়ায়।

 

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

বর্ণান্ধ প্রহরগুলি 

অন্যান্য প্রহরে দেখি
উদ্যমে মরচে পড়ে গেছে
এখন জীবন শুধু 
প্রহর কাটিয়ে
অন্য কোনো দেশে 
অতিথি হিসেবে
প্রতীক্ষার শেষ হবে 
তোমার কলহে,

তুমি ও তোমরা সব
বাড়ি ফিরে যাও
এখানে নগরে শেষে
একদিন আমি হবো 
শেষ নাগরিক
(যেহেতু জীবাণু ঘুরে
অসহায় মানুষের 
রসনা লালায়)

আমি ফিরে যাব 
একদম শেষে
স্বর্গের দুয়ার পেরিয়ে
যেখানে পৌঁছেনি 
আলো কোনোদিন
অথবা সংকেতময়
আমাদের অপারগ 
ইচ্ছেগুলি।

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

জেগে আছি সমুদ্র পৃষ্ঠায়

এ জাগরণ মিথ্যে হবে না
কেননা সমুদ্র আসে
এখানে আকাশ আসে
অস্থির অথচ মৌন 
শব্দ ও শব্দবন্ধ 
ক্রমশ জানান দেয়
তোমাদের  হৃদপিন্ড যখন ঝাপসা হয়ে আসে

আমি তো প্রলাপ বকি
বিলুপ্ত চেতনা থেকে
চেনা চিন্তা হারিয়েছি কবে

স্বজনরা দূরে গেছে দূরে বহুদূরে
একাকী নিঃসঙ্গ আছি
কেন জানি ফূর্তি আসে খুব

সমগ্র পৃথিবী দেখো
আনন্দের বিকেল বেলায়
তোমার উঠোনে আসে
রং আভা ছড়িয়ে দিয়ে
মুক্তির আশ্বাস পড়ে থাকে এখানে সেখানে
কুড়িয়ে নিয়েছে যারা, তারা আজ
আরামে নিদ্রাগত আমাদের সতীর্থ হয়ে।

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

ঊষর সময় আসে

 

আমি নিরাশার তীক্ষ্ণ হতাশায়

আজ যদি হই ধ্বংসপ্রায়

তোমাদের অভিপ্রায় যেমন, তাই কি

কোনো এক অবাধ্য, নিরুদ্ধ 

বিচারহীন নদীর প্রগলভ স্রোত

আমাদের মৃত্যুকূপ হয়ে

শেষ দেখা দিয়েছিল

যখন পূর্ণিমা রাত নেভেনি কখনো

 

আমি বিষমূখী যদি হই দ্রুত

জানি কেউ আসবে না কাছে

(নরনারী শ্বাপদ উড়গ)

তবু শুনি ফিসফাস কারো

টের পাই অবাস্তব উপস্থিতি

 

ইহারা আমার আজ অতিবন্ধুপ্রিয়

আমিও সমর্পিত, জন্মমৃত্যু অসহ

সারাদেহ খাক হয়ে গেলে

অনুর্বর খুলিটা তুমি- নিও।

 

সোমবার, ১ আগস্ট, ২০২২

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা


প্রেক্ষাক্ষেত্রে  অপেক্ষা করো

রাত্রে বসে জোনাকির দল

তার সাথে প্রেতবংশ মিশে
অহেতুক শব্দ আসে
তোমাদের নিরন্তর নিরবধি ভেদে
বৃদ্ধি পায় শব্দগুলো জ্যামিতিক হারে

আমি ক্ষুদ্র এক প্রেক্ষাক্ষেত্রে বসি
নিজেকে আড়াল করি
সমূহ সম্যক যুদ্ধের আদি পূর্বাভাসে
যদিও শত্রু নেই কোনো
তবুও ক্ষিপ্রতার বিচ্ছিন্ন সংযোগে
গতিও প্রকারান্তরে শত্রু ভেবে জেগে উঠে
প্রলয়ের অমোঘ ইচ্ছায়

লৌহ বর্ম নেই, অতএব উপদ্রুত হ্রদে
একা জড় হয়ে অনধিক ধীর স্থির লয়ে
বকছি প্রলাপ কিন্তু দিবারাত্রি আশৈশব
(
বিবিধ তোমরা সব সহে গেছ আমার গোঙানি)

কেউ কি এসেছে আজ?
(
কথা হবে, দুঃখ হবে এমত ইচ্ছায়)
গলিত কূপের মধ্যে বসে আছি আমি রোজ
(
কার অপেক্ষায় হরিয়াল তুমি!)

কোন এক পচনশীল অস্থিরতায়
তুমি এসে ফিরে গেছো
মূক হয়ে আছো এক দুঃস্থ নীরবতায়।