মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

রাত্রে আকাশ ছোঁয় যে 

রাত্রিঅন্ধ পান্থ আসে
ভোরের আলোয় নিদ্রা যাবে শৈত্য সবিস্ময়ে
এমনতর সম্ভাবনায় রাত্রি হলো পার
মৃতদেহের ঘাটাতে আজ নৌকো ভিড়ে কার 

আমি জল পেরিয়ে আসছি ধীরে
তোমার নিকট কবর খোঁড়ার অস্ত্র আছে নাকি 
রক্তচোষা জিভ পেয়েছি, এবার তবে অবাক নদীর তীরে
প্রাচীন হৃদয় চোষ্য হবে, এবং ধমনী

ছুরির তখন কান্না আসে রক্ততলে জরাকৃতি কামকাম্যকারী
মেঘের পাঁজর ছুঁয়েছে সে অসম বিন্যাসে
বজ্রদাহ হঠাৎ হলে নব্যতর মাধুকরী অস্ত্র নিয়ে আসে
আমি এখন শিকার তবে, অপমৃত্যুধারী

শব্দ যদি ক্ষীণ হলো দিনদুপুরে বিলের ধারে প্রাণের তরী কে
নিদ্রাহতা সালঙ্কারে শুয়ে র'ল অন্ধকারে আদিম কবরে।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন