প্রত্যেক কবির জন্য কিছুদিন নির্জনতা ভালো
নির্জন অন্ধকারে সে অন্তত কিছুকাল ঘুমিয়েই থাক
ভেতরে ভেতরে কবি অক্ষরের বলবিদ্যা থেকে
কিছুদিন অন্তত নির্বাসনে যাক
এতদিন যে কবিতা লিখেছেন দু'হাতে, মধ্যরাতে স্বেচ্ছাচারী হয়ে
সেগুলো না হয় থাক তিনহাত মাটি আর নিরালম্ব চিতায়
অনিবার্য অস্তিত্বহীনতায় কবিকে যেতে দিতে হয়
নিরাপদ নিদ্রাভোগে অনিবার্য যেখানে নামে অগ্নিসকাল
অক্ষরের ছাইভস্ম চেয়ে দেখ হাওয়ায় উড়ছে
কবন্ধ বিদ্যুৎ নিয়ে চকমকি হবে আর কতকাল?
কবিও ধূসর হয়, একদিন মৃত্যুতীর্থ ঘুরে আসার পর
স্মরণীয় রাতে দেখি বৃষ্টিও হাতছানি দেয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন