মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ইন্দ্রাণী দত্ত পান্না-র কবিতা

জল

ঝমঝমে বৃষ্টির মধ্যে মাঠের  মাঝখানে দাঁড়িয়ে আছে আর একটা আমার মতো কেউ

এদিকে ডালে ফোড়ন দিতে দিতে ক্যানেলের পাড় ধরে  ঘুরে আসছে হাতা খুন্তি হাড়ি কড়া

সাবান আর ধূপের গন্ধ মাখা সকালটা মাঠের দিকে অভিসারী  হতে চাইছে হয়তো তখনই তারও পালক ভেজানোর সখ।

সখ মানে তো একটু গান বাজনা, বইপত্র পড়া আর গাছ পালার মধ্যে বসে থাকা।

যে ভিজে যাওয়া আর ভিজতে চাওয়ার মধ্যে যে

ফারাক

তা মেটানোর  কোনো দায় তো নেই অভিধানের।

শুধু দেখছি দুটো অবস্থানেই বিস্তর মানুষ

হিংসার দিকে আর শান্তির দিকেও তাই তবু...

নিজের কথা, পড়শির কথা জল জঙ্গলের কথা ভাবলে

এখন চোখ জলস্রাবী মেঘের মতো ভারি হয় কিন্তু ঝরে পড়ে না

খুব গভীরে বসে কেউ অশ্রুজলে স্নান সেরে নেয়

আমিও সেখানে শান্তিতে ভিজতে পারার একটা মাঠ রেখে জ্বলতে থাকা বর্তমানে ফিরে আসি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন