তোর ‘তুই-তুই’ গন্ধটাকে ঘিরে …
তোকে কিছুই দিতে পারিনি —
না কোনও ভোরে ফোটা ফুল,
না সকালের সুগন্ধি প্রাতঃরাশ,
না কোনও রোদ্দুর-সেঁকা বিকেল।
তবু বেলা-অবেলার গল্প জুড়ে
একটা “তুই-তুই গন্ধ”
আমার শরীর জুড়ে খেলা করে
আর ডাহুক ডাকা প্রাক-সন্ধ্যার আলোয়
আমি খুঁজিতে থাকি
হারিয়ে যাওয়া হলদে রোদ্দুর।
জানি — তোর জন্য কেউ কখনও
কবিতা লেখেনি,
না কোনও গানে সুর বসিয়েছে
অনামি কোনও সুরকার;
তবু একটা গান ঝংকৃত হয়
তোর শরীর জুড়ে,
আর নিছক একটা প্রেমের গল্প
কখন যে হাই তোলে আড়মোড়া ছাড়িয়ে
তার হিসাব-নিকাশ লেখা হয়
রাত্রির মধ্যযামে,
রাতচরা পাখির দল ফিরে যায় দূর দিগন্তে;
অথচ তোর জন্য তেমন কোনও খবর
আমি ঈথারের বুকে পাই না —
সত্যিই তোকে কিছু দিতে পারিনি আমি
না কোনও সোনালী বিকেল, না একটু উষ্ণতা
না মেঘভাঙা রোদ্দুর, না বৃষ্টির কলকলানি;
তবু অনন্ত রাত্রির দ্রাঘিমা জুড়ে
অন্তহীন একটা প্রেম দোল খায়
আর একটা ‘তুই তুই গন্ধ’কে ঘিরে
আমি খুঁজতে থাকি আমার সুবর্ণ জলাশয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন