সেদিন বাইশে শ্রাবণ
সেদিন বাইশে শ্রাবণ...
ছাদের ব্যালকনি দিয়ে একজন প্রেমিকা
অপেক্ষা করছিল তার প্রেমিকের জন্য।
রাস্তা ভর্তি সজাগ মানুষের আনাগোনা
সে দেখলো, একমাত্র তার প্রেমিক ঘুমিয়ে আছে।
প্রেমিকের সঙ্গে কখনো কথা হয়নি তার,
হয়তো বসন্ত ছিল না তাই।
আজ বসন্ত কিনা জানি না!
সারা রাস্তা ফুলে সজ্জিত হয়ে আছে,
বসন্তের মতো ঝরে পড়ছে তার প্রেমিকের মুখে।
তাই, আজ একটু একান্তে সময় কাটাতে চায় দু'জন।
কিন্তু, আজও লজ্জাবতী পাতার মতো দুচোখ বন্ধ তার।
বৃষ্টির ফোঁটার সাথে প্রেমিকার চোখের–
একফোঁটা নোনা জল মিশে গিয়েছিল প্রেমিকের শরীরে।