সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

ইউসুফ মোল্লা


মানুষ

 

আমি বিবেকানন্দের মতো সন্ন্যাসী হতে চেয়েছিলাম

আমি লালনের মতো ফকির হতে চেয়েছিলাম

আমি বুদ্ধের মতো সাধক হতে চেয়েছিলাম

কিন্তু আমি মানুষের মতো মানুষ হতে চাইনি। 

তাইতো সন্ন্যাসীর বেশেও সংসারের মায়া ত্যাগ করতে পারিনি। 

ফকিরের ঝোলা কখনো শূন্য হতে দিইনি। 

সাধক হয়েও এখনো ঈশ্বরকে খুশি করতে পারিনি। 

কারণ আমি আজও মানুষের মতো মানুষ হয়নি। 

 

আমার মাস্টার মশাই আমাকে বলেছিল

'বড়ো মানুষ হও বেটা!'

আমি আজও বড়ো মানুষ হয়ে উঠতে পারিনি

আমার মা- আমাকে প্রথম বলেছিল

'তোকে বড়ো কিছু হতে হবে না

তুই মানুষের মতো মানুষ হোস্!'

 

সত্যিই আমি আজও বড়ো মানুষ হতে পারিনি। 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন