হারুন রশিদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হারুন রশিদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ জুন, ২০২৩

হারুন রশিদ-এর কবিতা

 

কবিতা

নারায়ণখালির গাঙে হাটু জল
ডুবসাঁতার কাটেনা আর কেউ
পশুর, গুফিয়া, নালুয়া,
জয়নুলের দুর্ভিক্ষের নারী
শুখিয়ে চিত মেরে আছে।

কুদিরবটতলার ঝাকড়ানো বটগাছ
শীতের রাতে আলোমতির পালা
এসব বিশ্বায়নে গিলে খেয়েছে।
হাটবারের ধানোহাটে ভুলেও
কেউ আর ওল নামায়না।
চাঙারি বস্তা বেতের ধামায় ধান-চাল
বজ্রমুড়ি, গন্ধকস্তুরি, রাণীছালোট,
চাপশাইল, ঘুনষি শরীরে তাদের
জোয়ারভাটার গন্ধমাখানো।

নাংলা, কানুল্লো, মইদাড়া, কোদালিয়া
সব বিল এখন বিদেশের ব্যাসাতি
সেই ভুতে গজাল রয়না, শোল, মাগুর
সব পাচার হয়ে গেছে।

মালোদের ঘুঘুডাকা বাঁশবন
দিনেরবেলা ভুতেদের মচ্ছব।
মালোরা চলে গেছে দণ্ডকারণ্য
ঘুঘুরাও ডাকেনা এখন
আমারও ঘুম আসেনা।

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

হারুন রশিদ-এর কবিতা

রুবাই

​(১)​
তুই সজনী সরাব দিয়ে দিল কলিজা আমার ভেজা।
জোড়া চাঁদের জ্যোৎস্নাতে তখন হবো আমিই রাজা।
আঁধার যখন পালিয়ে যাবে পানপেয়ালা শুণ্য হবে।
বেহুশ থেকে হুশ ফিরিয়ে করবি তখন তোর প্রজা।

 

(২)
ভোরের আলো ফুটবে যখন নিভবে আমার নেশার আগুন।
রঙ মিশিয়ে সাকি তুমি পান পেয়ালা ভরবে তখন।
জ্ঞান পিপাসায় কাতর হবো শুন্যে আমি উড়াল দিবো।
নামবো আমি এই জমিনে খুলবে যখন তোমার বসন।

 


 

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

হারুন রশিদ-এর কবিতা

যে আগুন জ্বালাতে পারিনি

আমাকে মনে রাখার প্রয়োজন নেই...
শেষ রাতের দুঃস্বপ্নের মতো ভুলে যাবে রাত ভোর হলে....

অনধিকারে তোমাদের আঙিনায় এসেছিলাম অতিথি পাখির মতো....
পথ হারিয়ে তাই চলে যাবো অগোচরে
মুছে যাবে আমার সকল পদচিহ্ন
ভুলে যাবে তোমরা আমার সব অসমাপ্ত গল্প

পরিত্যক্ত কফি কাপে কিছু কষ্ট রেখে যাবো শুধু
বৈরী বাতাসে রেখে যাবো কিছু দীর্ঘশ্বাস.....

যদি কখনো না ফিরি আমাকে কেউ স্মরণ করবেনা।
কারণে-অকারণে কতো কথা বলেছি সত্য ভেবে
হয়তো সেগুলো মিথ্যা বা অর্ধসত্য.....

যে আগুন জ্বালাতে চেয়েছিলাম
পারিনি সত্যিই পারিনি
ব্যর্থতার দায়ভার একান্তই আমার।