আমাকে মনে রাখার প্রয়োজন নেই...
শেষ রাতের দুঃস্বপ্নের মতো ভুলে যাবে রাত ভোর হলে....
অনধিকারে তোমাদের আঙিনায় এসেছিলাম অতিথি পাখির মতো....
পথ হারিয়ে তাই চলে যাবো অগোচরে
মুছে যাবে আমার সকল পদচিহ্ন
ভুলে যাবে তোমরা আমার সব অসমাপ্ত গল্প
পরিত্যক্ত কফি কাপে কিছু কষ্ট রেখে যাবো শুধু
বৈরী বাতাসে রেখে যাবো কিছু দীর্ঘশ্বাস.....
যদি কখনো না ফিরি আমাকে কেউ স্মরণ করবেনা।
কারণে-অকারণে কতো কথা বলেছি সত্য ভেবে
হয়তো সেগুলো মিথ্যা বা অর্ধসত্য.....
যে আগুন জ্বালাতে চেয়েছিলাম
পারিনি সত্যিই পারিনি
ব্যর্থতার দায়ভার একান্তই আমার।
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
হারুন রশিদ-এর কবিতা
যে আগুন জ্বালাতে পারিনি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন