বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

আশিস গোপাল-এর কবিতা

ডাইরি কথা

তবুও ধুলো মাখা আকাশে
হলুদের আভা;
বাতাসে বাতাসে ভেসে চলে কীসের ভাষা?
আমার সমস্ত ক্লান্তি শিশির হয়ে--
ঝরে পড়েছে হলুদ ঘাসেদের মাঝে।
আর একটু পরেই রাত হবে,
হলুদ ঘাসেদের বুকে ছায়া ফেলে--
রাত হবে!
সারাটা রাত ধরে ছায়াদের প্রতিধ্বনি
ধ্বনিত হয়ে ঘুরে বেড়ায়
নিশাদের সাথে;
আমি ক্লান্ত,
শিশিরে ভেজা একা মানুষের মতন,
যারা আজও স্বপ্ন দেখে গ্রীষ্মের বিকেলের;
রাস্তার ধারে শুয়ে কুয়াশার চাদরে।

দেখার থেকে অদেখা সুন্দর,
দিনের থেকে রাত সুন্দর,
যারা থেকেছে তারা জানে:
মানুষের জন্ম এক, মৃত্যু অনেক;

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন