বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মলয় দাস-এর কবিতা

 

ঈশ্বরের বাগান

ঈশ্বরের আমন্ত্রণে কালো রাস্তা চিরে নিবিড় অরণ‍্যশোভিত অমরাবতী। বাইসন,পেখম মেলা ময়ূরের দল,মৃগয়ার মৃগ,বৃংহতি শঙ্খ ধ্বনি দূর থেকে অতিথি অভ‍্যর্থনা জানায়।
সবুজ গালিচা দিয়ে সাজিয়ে রাখা মঞ্চ
নীল আর সাদা মেঘের চাঁদোয়ার মাঝে  ঝাড়বাতির আলো
সভ‍্যতার খননে ওঠে আসা পাথরের বুকে মন্দাকিনি ধারা কখনো ধীরে কখনো হরপার উচ্ছ্বাস,নাম না জানা রত্নশোভিত পুষ্প যেনো রাত্রির মহাকাশ হতে নেমে আসা নক্ষত্র।মহাকালের ভয়ংকর গিরিখাত নিস্তব্ধ ধ‍্যান‍মগ্ন। সঙ্গীতের মূর্ছনায়,কবিতার অমোঘ মন্ত্রোচ্চারণে
মন,শরীর,আত্মা মিলিত হয় ঈশ্বরের সাথে
যেখানে সবুজ সুন্দর ভয়ংকর ঈশ্বরের বাগান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন