বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

তৈমুর খান-এর কবিতা


 হাঁটতে বেরিয়ে

উচ্চ রক্তচাপ, থাইরয়েড আর মধুমেহ 

                                            নিয়ে

                        বেশিদূর হাঁটা যায় না

             মৃত্যুর ভাবনাগুলি কুকুর হয়ে

        দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তে চায়



আমি অন্যদিকে তাকিয়ে থাকি

             শ্রাবণ মাসেও বৃষ্টি হলো না

 বিকেলগুলি আরোগ্যহীন 

     নষ্ট সভ্যতার বাঁশি বাজিয়ে      

                          চলে যাচ্ছে

                           রাত্রির দিকে         


২টি মন্তব্য: