হাঁটতে বেরিয়ে
উচ্চ রক্তচাপ, থাইরয়েড আর মধুমেহ
বেশিদূ
মৃত্যুর ভাবনাগুলি কুকুর হয়ে
দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তে চায়
আমি অন্যদিকে তাকিয়ে থাকি
শ্রাবণ মাসেও বৃষ্টি হলো না
বিকেলগুলি আরোগ্যহীন
নষ্ট সভ্যতার বাঁশি বাজিয়ে
চলে যাচ্ছে
রা
খুব সুন্দর
উত্তরমুছুনখুব ভালো
উত্তরমুছুন