বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

অমিত কাশ‍্যপ-এর কবিতা

নবাবগঞ্জ 

ছুটে আসা ভোর যেন ছুঁয়ে দিচ্ছে 
নবাবগঞ্জ, নবাব ছিল হয়তো, এখন ঘাট
জাহ্নবী যেন উদার, গতিময়, স্নান সারছেন
কেউ কেউ, অনেকেই শীত ভোর মেখে ভাবুক

স্মৃতির গভীরে নেমে উথালপাতাল 
প্রিয়জনের অস্থি কি ভেসে যায় দূরে 
কুয়াশা কি ছুঁয়ে থাকে ওপার জুড়ে 
ভেঙে পড়া বন্ধ কারখানার মাথায় 

দূরে মাছ তোলে ডিঙি নৌকো কুয়াশা গভীরে 
একদা সাইরেন উঠত ফাস্ট শিফট চালুর সময় 
তারপর অতীত হল, অতীত ইতিহাস হল
গন্ধেশ্বরী জুট মিল মলিন হল, ভূতুড়ে হল

 

1 টি মন্তব্য:

  1. সুন্দর কবিতা। জুটমিলের লোক আমি , বন্ধ মিলের কথা শুনলে মন উদাস হয়ে যায়

    উত্তরমুছুন