বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

রবীন বসু -র কবিতা

শান্তিকল্যাণ

আপাত শান্তি প্রস্তাব মূলতুবি থাক

নখের ধার বাড়ুক থাবার কৌশল

পরিকল্পনামাফিক এই যে ত্রিকোণ

ধ্যাষ্টামি আর চালাক আবহমণ্ডল

মুখ বের করি থাকি, দৃষ্টি খরতর

এইবার অব্যর্থ লাফ ঘাড় বা গর্দান

মটকাতে মটকাতে যাক সমূহ বিনাশ

দু'পক্ষের মাঝখানে তৃতীয় পক্ষ নেই

ভান ভনিতা ছাড়া এত যে আক্রান্ত

দম্ভ খসে খসে পড়ে, জয় পরাজয় 

শিকেতে দোলা খায়, নিপুণ দোলন

মানচিত্র এঁকে দেয় শক্তির গরিমা

প্রভূত প্রভুত্ব নিয়ে জেগে ওঠে দিন

আপাত শান্তিকল্যাণ স্থির হয়ে থাক্।

 

1 টি মন্তব্য: