শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
বন্যা ব্যানার্জী-র কবিতা
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
বন্যা ব্যানার্জী-র কবিতা
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
বন্যা ব্যানার্জী-র কবিতা
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
বন্যা ব্যানার্জী-র কবিতা
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
বন্যা ব্যানার্জী-র কবিতা
যে লেখাটি পাঠিয়েছিলাম
ডিলিট করেছি।
যদি আবারও পড়েন, তারপর আবারও!
যদি বারবার হাসেন!
কতবার লজ্জা ঢাকা যায় বলুন!
কিম্বা
যদি মিলে যায় অনেককিছুই
হতেই তো পারে। যদি সত্যিই কথা বলা বারণ হয়ে যায়!
ডিলিট অপশন না থাকে!
তার চেয়ে এই ভালো।
নিয়মমাফিক সবুজ থাকুন।
যেন কোথাও কোন কবিতা পাঠানোর কথা বলা হয়ে ওঠেনি কারো।
অথচ বলতে চেয়েছিলাম।
শুক্রবার, ২ জুন, ২০২৩
বন্যা ব্যানার্জী-র কবিতা
রবিবার, ১৯ মার্চ, ২০২৩
বন্যা ব্যানার্জী-র কবিতা
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
কবিতা : বন্যা ব্যানার্জী
শব্দ
এভাবেই চলে যাবে দিন,মাস,বছর।
আমাদের বয়ে চলা বিশ্বাস আর ছাপোষা আবেগ ধূয়ে
স্নান সেরে নেবে নতুন শতাব্দী।
পুরনো উনুন বাতিল হলে মায়ের চোখে জল গড়াবে না।
শাড়িতেও আর ধোঁয়ার গন্ধ ভাসবে না!
নতুন আগুনে সেঁকে উঠবে ক্ষিদের জৌলুস।
বহুদিন উঠোন জুড়ে বৃষ্টি নামেনি।
তুমিও আসোনি যেন অনন্ত কাল।
নাহ্।অভিযোগ নেই। মান অভিমান,ঝগড়া ঝাঁটি
সোনাঝুরির গোধূলিতে প্রদীপ হয়ে জ্বলে গেছে
সেই কবে!
আঁকড়ে আছি পুরনো গীটার। ববডিলান!
ভাঙা পথে শুধুই রাতের স্তব্ধতা। স্তব্ধতা
চিড়ে বিপ্লবের নকশী কথা।মনে মনে।
নিবে যাওয়ার আগে দু চারখানা সুর শোনাতে চাই!
কাল সময় হবে!দেরী করো না।
আজকাল বড় ঘুম পায়।
ঘুমের মধ্যে মিছিলের শব্দ। কেবলই এগিয়ে আসছে।