রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বন্যা ব্যানার্জী-র কবিতা

যন্ত্র

ছাদে এখনো টিনের আস্তরণ
তার নিচে অবিরাম ঘরোর ঘর, ঘরোর ঘর।
পুরনো মেশিন! আরো পুরনো সেলাই দিদিমুনি।
আধুনিক ডিজাইন আনতে মরিয়া হয়ে ওঠে যতোনা সুতো ততো শব্দের মিছিল।
এই তার প্রতিবাদ,এই তার নিঃস্ব জ্বলে ওঠা।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন