উচ্চতা কোনো সীমানা নয়
ভাবছ, জীবন এক লাল ঘোড়া
টগবগিয়ে ছুটবে সে তার গন্তব্যে
ছেড়ে দিলে আকাশের ঠিকানায়
মোহগ্রস্ত খুঁজবে মর্ত্যের বৃক্ষ থেকে শূন্যে
অথচ গভীর শূন্যে আকাশ থাকেনা
আকাশের ঝুল থেকে মেঘ হয়
মেঘের সঙ্গম থেকে জল
সাঁতার না জানার আগেই
কূলে উঠতে চাওয়া কতটা যুক্তিসংগত?
এদেশের নদীগুলো শিক্ষক হয় নি
সাঁতার শেখাটা সূচীবদ্ধ হয় নি কোথাও
আয়নার পশ্চাতে পারদ ঘষে দিলে
কিছুই যায় না দেখা,
গৌতম, তোমার লাল চাদরের কারণে পাহাড়
দেখা না গেলে সহজে আমি উচ্চতা বুঝি না।
গভীর এক জীবনের অভিনিবেশ এবং ভাবদর্শনে এগিয়েছে কবিতা। আকাশ এখানে শূন্যতাকে বোঝায়নি, অসীম বোধের উৎস এই আকাশ যেখানে দৈর্ঘ্যের মাপে নয় উচ্চতা এখানে বিবেচিত হয়েছে জ্ঞানের আলোক হিসেবে।
উত্তরমুছুনচিন্তা-চেতনার দীনতা সমাজের প্রতিটি স্তরে জেঁকে বসেছে যা "উচ্চতা কোনো সীমানা নয়" কবিতায় প্রিয়কবি রিজোয়ান মাহমুদ খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। কবি-কে অভিনন্দন ও ভালোবাসা।
উত্তরমুছুন