রবিবার, ১৭ মার্চ, ২০২৪

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা

আবিষ্কার

তোমার আগুন আবিষ্কার হওয়ার পর থেকে
পুড়ে যাওয়ার ভয়!
কেন যে আগুন আবিষ্কার করলাম
                           --তোমার ভেতর!

তপ্ত হই--উষ্ণ হই--তাপসহ হই অগ্নিকল্প
অল্প অল্প পুড়তে থাকি,
                  কখন যে পুরো পুড়ে যাই!

মেরুঅঞ্চলে থাকার পরও
ঠান্ডায়-বরফে জমে যাওয়ার পরও--
তাপপ্রাপ্ত হয়ে
          কখন যে আমিও ফায়ারপ্লেস হয়ে উঠি!

কখন যে দপ করে জ্বলে ওঠো
কখন যে দাউ দাউ করে জ্বলে ওঠো--
গৃহদাহ না হলেই ভালো
                   লঙ্কাকাণ্ড না হলেই ভালো!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন