পর্ব: ২
আঁধার শুনেছি নির্জন রাতে, স্মৃতির―
চাদরের বুকে আরও স্মৃতি জমে।
ছায়ায় ধ্বনিত হয় তার ফিরে যাওয়া
ঘুমন্ত কবরের বুকে ঈশ্বরের ছায়া।
দিনের সমস্ত আলো জোনাকি হলে
বন্ধ দরজার ফাঁকে দেখি "ঈশ্বর হারা"!
ঈশ্বর ঘুমিয়ে গিয়েছে হলুদ মাঠেতে
আমার ঈশ্বর তবু ওই বন্ধ ঘরে।
অরফিয়াসের বীণায় যেমন বাঁধা
থাকে তারা; আমার নক্ষত্র হয়েছে
শ্রাবণে হারা। হ্যাপেরিঅনের মতন
মুখ তুলে থাকে, নিশিপদ্মের গন্ধ
কৃষ্ণের চুলেতে। যত যাই কাছে,
হারিয়ে ফেলি! বিষণ্ণ আঁধার
সিঁড়িতে থাকে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন