রবিবার, ১৭ মার্চ, ২০২৪

তীর্থপ্রসাদ মুখার্জি-র কবিতা

হে বঙ্গাব্দমানব! 


বাঙালির সম্মান, বাঙলার গৌরব

মুছে গ্যাছে ব্যাধিতে। চরিত্রের নীরব  

সমাধি - লোভ বা চালাকি দ্বারা জেতায়;

কি আশার প্রদীপ জ্বালবো চেতনায়?

কি আশা দেব আমার সুপুত্র পুত্ৰীকে –––  

কি সংকেত আবার পাঠাবে বিদিকে

আমাদের দীপংকর যাত্রায়? ধর্মপাল

শ্রীচৈতন্য, লালনের সৃষ্ট সমকাল,

সে সব ইতিহাস অমৃত মানুষের   

অমর স্মৃতি - রক্ষা কবচ দুর্দিনের –––

রাজনীতিকে আবিল কোরো না কখনো –––   

বাংলার নিরাশ শরণার্থী যখন

সমতট ছেড়ে পাড়ি দেয় দূর দেশে 

সুনীতির উমিদে বেঁধো যেন স্বদেশে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন