মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
শান্তনু গঙ্গারিডি-র কবিতা
বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
শান্তনু গঙ্গারিডি-র কবিতা
বাজেয়াপ্ত ট্র্যাকস্যুট
উপকূল বাহিনীর বাজেয়াপ্ত ট্র্যাকস্যুট
সংক্রমিত হতে হতে এখন এক খণ্ডযুদ্ধ।
ভাসমান দূরত্ববিধি অবজ্ঞা করে
ঝুলবারান্দায় দাঁড়াই।
উপসর্গহীন কার্নিসে টহলদারি।
জলছাদ বিষয়ক বাকচাতুর্যের
ব্রেকিং-নিউজ় দেখতে দেখতে
সহজ ভাষাও এনক্রিপ্টেড হয়ে যায়।
তোমার ভাষা বুঝতে হবে অলক্তিকা ...।
শূন্য মাধ্যাকর্ষণ চেয়ারে দোল খায়
অপরাধ জগতের শব্দকোষ।
প্রগলভ ফেস-শিল্ড।
বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
শান্তনু গঙ্গারিডি-র কবিতা
ইচ্ছে করে
ইচ্ছে করে বৃষ্টির সাথে টুপটাপ শব্দ করি।
আমার কলম খস খস শব্দটাও করে না।
স্নায়ুর দুর্বলতায় লেখালেখি টাচস্ক্রীন নির্ভর হয়ে গেছে।
এবং একটু একটু করে পৃথিবীর বয়স বাড়ছে।
পেন্ডুলাম হাতে পূর্ণিমারা দোআঁশ মাটিতে নেমে আসে।
তোমার ভ্রুকুটির সাথে ডোরাকাটা ডালপালার সাজসজ্জা।
লাঙলের ফলায় মেঘেদের হেঁসেলে হাঁড়ি চড়ে...
দাউ দাউ আগুন
চারদিকে এত ক্ষুধা।
শপিং মলে কাঁথাস্টিচ বিষণ্ণতা।
অনেক রাত হল।
চকমকি পাথরের মতো পাখিরা শুয়ে আছে।
আমি সেই গোপন নদীটিকে চাই--
পৃথিবীর শেষ বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করে।