ইচ্ছে করে
ইচ্ছে করে বৃষ্টির সাথে টুপটাপ শব্দ করি।
আমার কলম খস খস শব্দটাও করে না।
স্নায়ুর দুর্বলতায় লেখালেখি টাচস্ক্রীন নির্ভর হয়ে গেছে।
এবং একটু একটু করে পৃথিবীর বয়স বাড়ছে।
পেন্ডুলাম হাতে পূর্ণিমারা দোআঁশ মাটিতে নেমে আসে।
তোমার ভ্রুকুটির সাথে ডোরাকাটা ডালপালার সাজসজ্জা।
লাঙলের ফলায় মেঘেদের হেঁসেলে হাঁড়ি চড়ে...
দাউ দাউ আগুন
চারদিকে এত ক্ষুধা।
শপিং মলে কাঁথাস্টিচ বিষণ্ণতা।
অনেক রাত হল।
চকমকি পাথরের মতো পাখিরা শুয়ে আছে।
আমি সেই গোপন নদীটিকে চাই--
পৃথিবীর শেষ বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন