ডাকে পাওয়া ছবিগুলো
তৃণভোজীর মৌরসী পাট্টার মেয়াদ ফুরিয়েছে
এখন বসিয়ে দেওয়া হবে ঘূর্ণীদোলায়
শহরের শ্মশানপাড়ায় আদিবাসী উৎসব
বাবুদের অর্থানুকূল্যে ফুরফুরে, উড়ছে পালক
আমি পায়ে পায়ে চলে আসি মশানতলায়
কেননা সেখানে পানীয় জলের কুয়ো আছে
বহুভাবে ব্যবহৃত হতে পারা রজ্জু আছে
আছে ধমনীর কিছু অস্ফুট সঙ্গীত
ঘূর্ণীগোলকে টান পড়ে গেছে
অন্তরবাসের দরজা লোপাট হয়েছে প্রোমোটারের শীতল নির্দেশে
তছনছ বাগিচার পাট্টা এ শতকের বর্গির হাতে চলে গেলে
আমি যাই ঝুরঝুরে পাঁচিল টপকে, নিশীথ-আতিথেয়তায়
ডাকে পাওয়া ছবিগুলো সঙ্গে রেখেছি...
শ্মশান পাড়ায় আদিবাসি উৎসব...। বেশ ভালো লাগলো।
উত্তরমুছুন