একটি ফুল একা ফুটে আছে বাগানে
আসেপাশে বিপুল বর্ণের ছবি
গোলাপ গাঁদা মরশুমি আরও কত সব
ডালিয়া রজনীগন্ধা
চারিদিকে ইঁট বালি ধুলো
তবু মাঝে মাঝে উড়ে আসে
এলোমেলো প্রজাপতি
উড়তে উড়তে বসে ফুলটির উপরও
একা ফুল হাসে
একা ফুল
একা একা হাসে
ভালো লাগলো ৷
ভালো লাগলো ৷
উত্তরমুছুন