বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

আফজল আলি-র কবিতা


মগজে একটু দক্ষতা রাখো

ছায়ার অতিক্রম আসলে কি কল্পবিজ্ঞান

দুটি বিড়ালের কথা শুনে ঠিক তেমন- মনে হচ্ছিল
সন্ধ্যার সেই মনোরম দৃশ্য আশা জাগিয়ে তোলে
মনে হয় ওখানে যেন ভূত বসবাস করে
নির্ধারিত সময়ের পূর্বে শিমুল তুলো ওড়ে
মানুষের ভালোলাগাগুলো আজ বিলম্বিত ঘোড়া
কীভাবে পৌছানো যাবে অনেক দূরের ওই বাস্তবে
একটা ভাবনা দ্বিতীয় আর একটি ভাবনার সাথে
খালি গায়ে ভীষণ চাইছি কাছে
স্বপ্ন পরবর্তী আর একটা জ্যামিতি  যেখানে ইউক্লিড বসে
এখন ঘড়িতে কটা বাজতে পারে
Oh no , মগজে একটু দক্ষতা রাখো
তুমি কি কার্বন ডাই অক্সাইড নিয়ে খুব বেশি চিন্তিত
Pl নষ্ট করো না  , হাওয়া কেমন গুঁড়ো হয়ে ঝরছে
শিক-কাবাবের পরবর্তী অংশ প্রজন্মের জন্য সঠিক
নাড়ি  দেখে মনে হচ্ছে রোগ আসলে মূলধন খুঁজছে
না না নার্সিং হোমে যেও না
চোখের বাঁকে অস্ত্র শানিয়ে বুকে মারে  পলায়ন  প্রেম 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন