বিচ্ছেদের পরে ...
বিন্দুবিসর্গ বুঝিনি কিছুই তখন
স্মৃতি-সাক্ষর রেখে,
ফিরে গেছো স্বেচ্ছা পরবাসে
অশ্রুজল শোকে ছেয়ে থাকে
হাহাকার রাত্রিদিন
প্রতিকুলতাকে গচ্ছিত রেখে
প্রার্থনা কিছু,
কিছু নির্মাণ
প্রবল ইশারায় উড়ে আসে
মেঘ, রোদ্দুরও
ডানায় ইচ্ছের রঙ মাখিয়ে
উড়ে আসে মৌসুমী বাতাস
হারানো দিনের বিহ্বলতা নিরর্থক
এখন বুঝি। এখন বুঝি বলেই
যথাসর্বস্ব দিয়ে নির্মাণ করি
কৃৎকৌশল !
হারানো দিনের বিহ্বলতা...। ভালো লাগলো।
উত্তরমুছুন