সোনালি রোদ
আকাশে মেঘ করলে সূর্য আড়ালে চলে যায়
লাজুক বৃষ্টি নামলে রামধনু উঁকি দেয়
ঠিক তোমারই মুখচ্ছবি
যেন অভিমান করে বসে আছো।
রাতের গোপন ইচ্ছেগুলো মিলিয়ে যায়
কুয়াশার হাল্কা চাদরে
ভোরের ঘোমটা খুলে উঁকি দেয় সোনালি রোদ।
হঠাৎ তোমার মুখে রামধনু দেখা দেয়
রামধনু যেন রঙিন অভিমান
বৃষ্টি আর রোদের অপরূপ কারুকাজ
অভিমান দীর্ঘস্থায়ী হয় না
দীর্ঘ হলে তা আর অভিমান থাকে না
অভিমান ঠিক সময়ে ভাঙাতেও হয়
কুয়াশার চাদর ভেঙে দিলে
সোনালি রোদ হেসে ওঠে
অভিমান ভেঙে তুমি যে আমার সোনালি রোদ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন