বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

সুবীর ঘোষ-এর কবিতা


সোপানসীমার বাইরে

কাজ ছেড়ে কী করে বেঁচে আছো বিষচক্রে

অলস রোদের মতো ?

তোমার পা থেকে বন্ধ হয়ে যাচ্ছে চাকার ঘূর্ণি

হাত থেকে সরে যাচ্ছে সময়ের সরস ঢেউ

কাপড়মেলা তারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে যে-জল

এক দুর্বিষহ দেহের জন্মদানের অপেক্ষায়

যার থেকে চঞ্চল হতে পারবে না আর কেউ --

বৈশাখী সন্ধের হাওয়া আর পালতোলা নৌকা ছাড়া

 

সূর্য তরুণ হবে বলে বসে আছি প্রতীক্ষায় ;

মানুষ হরদম তার পরিচয় ভেঙে

বেঁকে চুরে অন্য জীব হয়ে উঠতে চাইছে

এঁটোকাঁটা খেয়ে যে বেড়ালটা তার

নব্বই ভাগ সময় ঘুমিয়ে থাকতে পারে

কেননা তার লক্ষ্যগুলি দুরূহ নয় , দুর্লঙ্ঘ্যও নয়

মানুষের স্বপ্নমালা সোপানসীমার বাইরে চলে যাচ্ছে

বলেই ডানহাত বাঁ হাতকে ভেঙে মুচড়ে দিতে চাইছে

 

অনাস্থাপ্রস্তাবে পরাজিত অবসন্ন কালক্রম

পা থেকে মাথার কোথাও মদ্যক্রিয়া নেই

তবু বহমান উদাহরণের কোনও সংস্কৃতিমন্ত্রের চলাচল নেই

সবাই যেন নিষ্ক্রিয় গাভির মতো পিঠে বসিয়ে বয়ে নিয়ে চলেছে দূরদর্শী বকেদের 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন