পরীর মতো রাজকন্যা
ভোরের নিস্তব্ধতায়, পিউকাঁহা পাখির ডাকে ঘুম ভাঙে।
দখিনা হাওয়ায় বিছানা ছেড়ে,
শীতের চাদর জড়িয়ে,
লাল রঙের সোয়েটার আর কালো শালে শরীর মুড়ে...
পরির মতো রাজকন্যা হয়ে এসেছিলে
তখনও আধো ঘুমে, ভাঙা স্বপ্নে লীন হতে হতে হাতড়াতে থাকে মাটি।
লিচু ফুলে মৌমাছি তখনও খুঁজে ফিরছিল মধু।
অস্থির চোখ ঘড়ির চঞ্চল কাঁটা ঘুরে ঘুরে কখন হয়েছে সময়ের নদী।
রাজকন্যা তুমি যেন নদীর গুঞ্জরণে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে গাইছো প্রেমের গান, কল্যাণপুর ষ্টেশনে।
পরীর মতো রাজকন্যা তখন তুমি ঠায় দাঁড়িয়ে, নির্বাক!
আকাশের দিকে তাকিয়ে খুঁজছো শিমুল পলাশের মাঝে ভালবাসার রঙ।
নতুন হাতে ড্রাইভিং, কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিং.....
ভালবাসার আসমান জুড়ে এ কোন ছবি? কার ছবি? বেলা অবেলায় এ কোন আত্মশুদ্ধি?
তোমার জন্য বিস্তীর্ণ আকাশ।
দিগন্তব্যাপী খোলা মাঠ।
হাতে হাত রেখে প্রাণের বাংলা ভাষাতে জানাই...
ভালবাসি তোমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন