সৈকত ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৈকত ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সৈকত ঘোষ-এর কবিতা

মিথ

অপেক্ষা লিঙ্গ ও যোনি। অপেক্ষা পূর্বপুরুষ
পরম্পরা জানে, সহসা মিলিয়ে যাওয়া অনুপ্রাস
নিশ্বাস ভারী হয়ে আসে, সৌজন্য আয়ুধ 

কে তাকে সংকল্প দেবে! কে দেবে শব্দ?
দশম মহাবিদ্যা থেকে উঠে আসে চোখ
শান্ত ও শীতল। সন্দেহের কৃষ্ণগহ্বর

ভালোবাসা এক ভূতগ্রস্থ আবেগ। মুহূর্ত খনিজ
খনিজ অন্ধকার থেকে মাতাল বিজ্ঞাপন
মানুষ তার লিবার্টি সাজিয়ে নিয়েছে। অশ্রু তাজমহল!

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

সৈকত ঘোষ-এর কবিতা

কথা 

 

ভাবনার একটা আইসোলেশন পয়েন্ট আছে

কেটে যাওয়া ঘুড়ি, উড়োজাহাজ আর 

                                                  তোমার ছায়া

বহুদূর মিলিয়ে গিয়েও

আমাকে অন্ধ করে দেয়

 

কী সেই গোপন বিগ্রহ,

কী সেই মহানির্বাণ!

 

আত্মরতির কাছে মোটা দাগে ধরা পড়ে

                                                    অস্পষ্টতা

 

এসব কথা কী করে বোঝাই

তোমার শরীরে আহির ভৈরব

তোমার গর্ভে নিষেধের জবাকুসুম

 

তোমার উপস্থিতির কাছে শূন্য হতে হতে

আমাকেও মিশে যেতে হবে নষ্টের প্রতিশব্দে

 


০১-০৯-২০২২। রাত ১১টা ৩৭।