অভিজিৎ দাসকর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিজিৎ দাসকর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

অভিজিৎ দাসকর্মকার-এর কবিতা


সন্ধ্যারতি

ভালোবাসা পরিবর্তন করে গতিমুখ 

আমি সেই আশার আরশি নিয়ে বসি
পরিপাটি বিকেলের শেষে সেজে ওঠে
শহরের পৌরবাতি

এরপর খাতার উপর আলপনা 
তারপর জ্বলজ্বলে অধ্যায় শুরু

দেখে যাও প্রাচীরের ওপার থেকে
কতটা নিরাপদ সড়ক অবরোধ 

চাঁদও গাছের নীচে
বল্কল পরে দাঁড়িয়ে 

এবার নিরঙ্কুশ সন্ধ্যারতি
এবার অহেতুক যৌনরতি

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

অভিজিৎ দাসকর্মকার


#আ-শরীর জুড়ে ইন্টারেস্টিং ঔদ্ধত্য 

 

তারপরও চোখের ছায়ায় হাঁটছিল আলটিমেটলি কক্ষপথ ভোলা ইন্টারেস্টিং ঔদ্ধত্য, -শরীর জুড়ে শুধু ট্রাইগ্লিসারল যৌগের যৌনপ্রব নিবন্ধ 

এরপরও আমার ড্রয়ার থেকে হাট হয়ে চেয়ে আছে প্রমাণসাপেক্ষ উপপাদ্য আর 

she stoops to conquer-এর পাতায় অ্যালজোলামের ঘোর,এবং

কনকেভ রেটিনার refractive ক্ষমতার ভূমিকায় সফ্টড্রপের ফোঁটা, ফোঁটা হয়ে পড়ছে শর্করা ভরা রোদ, এমনকি মদন বাড়ির জল__

 

বখাটে নির্জনতা ঝাঁপিয়ে বৃষ্টি 

দগদগে ঘা

                     লাল চেক জামা,আর 

বসা গালের পরিসরে এসব বর্ধিঞ্চু সমকামী ইচ্ছেগুলো, ধ্রুবক ধরে বাড়ছে

বাড়ছে ফেব্রুয়ারি মুহুর্ত, অসংখ্য সম্ভাবনা আর আমার

গালের পেশিতে আটকে থাকা খরস্রোতা grammatical mistake, ঘাম,এবং 

ঠোঁটের বোরোলিনের পিছন দিকে,চোখ ছেড়ে পালিয়ে যাচ্ছে উত্তেজনা এবং মধ্যপদলোপি অমিমাংসীত মিস রীনা ব্রাউন  

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

অভিজিৎ দাসকর্মকার

 


৩টি শব্দের কবিতা


দুপুরের ভিতরে____

------------------------------------

 

কোথাও শান্তি নেই, অথচ আমি বীজগণিত বপন করছি। 

এতে আর কিছু না হোক, দুপুরের ভিতরের জ্যোষ্ঠিমঙ্গলে ডালা সাজিয়ে রয়েছে একটি সুশরীরী গাছ, এবং 

গাছের ভিতর থেকে প্রাণবায়ু আপ্রাণভবে সেনসেক্স হয়ে পড়ছে

   পড়ছে বিনির্মাণ 

পড়ছে সুফি স্বরলিপিতে শিহরিত কুন্তলরাশি

 

আর তর্কবাগীশ একাকিত্বগুলোর খোয়াইশ আমাকে তাচ্ছিল্যের নন্দনে দেখছে। 

 

backback করছে____

-----------------------------------

 

এখন আমার হাসি এলেই, তার ছকবাজিগুলো মুড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি।

রোজ রোদ্দুর এবং মেঘলার মধ্যিখানে backback করছে টাইপ করা হাত

সেই হাতের রেখা ক্রমশ অ্যায় দিলে নাদান হয়ে, রাতে এবং 

রাতের ভিতর মহলে অবাঞ্ছনীত পর্দা

নাগরিক থাম্পসআপকে -ফর্মায় মলাটবদ্ধ করেছে। 

 

নাস্তিক ক্ষতচিহ্ন____

--------------------------------------------------

 

এসব সত্ত্বেও আমাকে ধস্তাধস্তি করছে নাস্তিক ক্ষতচিহ্ন আর নির্বাচিত ঈশ্বরের সর্বনাম 

কী সুন্দর সামাজিক প্রাণী! মেলোড্রামা মেলে ধরেছে তবুও  শর্টকাট কানাঘুষো আর ধুনুচির স্বাদে পাছাদোলানো, কুড়মুড়িয়ে চলছে বিকেল পোহাতে ___

 

  অসংখ্য প্রোটিন, ক্যালোরি পুড়তে পুড়তে ফল্গু হয়ে চলেছে স্পষ্ট সকালের নক্সায় নক্সায়____

আর কবি

 নদীর যুবতী হয়ে ওঠা পশ্চিম পাড় ধরে ওগো কাজল নয়না হরিণীর তালে তালে যুধিষ্ঠির যাত্রায় চলেছে_____

সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

অভিজিৎ দাসকর্মকার


 
নষ্টালজিক

 

মেয়েটিকে বিশ্লেষণ করা হলো
প্রবল মায়াবাদে।
স্ব-স্নেহের অসম্ভব শব্দ-শবে সম্মোহিত হচ্ছে সামনের নদীটি

এগিয়ে যাওয়া মোড়ে সরেস রিপু-কোষ গুলো শুকতারা হয়ে দাঁড়িয়ে।

শব্দটি বিশ্লেষিত হলো -- রেপড্ নামে

তারই নিঃশব্দ কালো ছায়া-ছবিতে মোম-আলো দেয়া
হলো।

আপাদমস্তক নস্টালজিক

আমার অসুখ, আর
তার অস্তিত্বে এখন ঝুনো-বরফের ভাষা। আমি কিন্তু দেখতে পাচ্ছি না।

বারবার দৃষ্টি এড়িয়ে চলেছে ছায়ারা, এবং
যতদূর দৌড় দেওয়া যায় রাস্তার ওপর ;
টুকরো টুকরো অভিশাপ চিৎ হয়ে শুয়ে থাকে।

তারই ঠান্ডা বুকের সংগোপনে, আমারই দ্রাব্য সোহাগ